• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণচর থেকে ২ হাজার ১শ’ ৪৭ বোতল ফেন্সিডিলসহ আটক ১

  • Oct 26, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণচর এলাকা থেকে  ২ হাজার ১শ’ ৪৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি ঝিলিম ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত এন্তাজ মন্ডলে ছেলে বাদশা (৫৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণচর এলাকার একটি বাথানবাড়ীতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২ হাজার ১শ’ ৪৭ বোতল ফেনসিডিলসহ বাদশাকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৭ হাজার টাকা।

র‌্যাব আরো জানায়, আটক বাদশা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় বাদশা’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে ।