• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আব্দুস ছালাম নির্বাচিত

  • Feb 28, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে আব্দুস ছালাম (নৌকা প্রতীক) ২হাজার ৯শ’ ৮ বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আব্দুস ছালাম ভোট পেয়েছেন ৯ হাজার ৩শ’৭৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (আনারস) প্রতীক ৬হাজার ৩শ’ ৯৬ ভোট। অন্যদিকে অপর স্বতন্ত্র প্রার্থী দুরুল হোদা (চশমা) প্রতীকে ২ হাজার ২শ’২৩ ভোট পান।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট  চলে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আব্দুস সামাদ জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১৫টি ভোটকেন্দ্রে ৭০টি বুথে ২৬ হাজার ৩জন ভোটারের মধ্যে ৬৭.২১ শতাংশভোট পড়েছে বলে জানা গেছে। ৪ জন নির্বাহী মাজিট্রেট, ১৫০জন পুলিশ ও ১৮০জন আনসার ভিডিপি, বিজিবি ও র‌্যাব আইন শৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্ব পালন করেন।