• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-নেজামপুর স্টেশনে ট্রেনের নিয়মিত বিরতি দাবিতে মানববন্ধন

  • Sep 29, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর স্টেশনে ট্রেনের নিয়মিত যাত্রা বিরতি ও স্থায়ীভাবে স্টেশন মাষ্টার নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১টায় নেজামপুর রেল স্টেশনে মানববন্ধন পালন করা হয়। এতে এলাকার জনসাধারণ,স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে করে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী মু.জিয়াউর রহমান, নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল, নিতাই চন্দ্র বর্মন, ইউপি সদস্য আবুল কালাম আজাদসহ অন্যরা।

বক্তারা তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেতৃ ইলামিত্রের স্মৃতিতিধন্য নেজামপুর রেল স্টেশনে স্টেশন মাস্টারের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করাসহ যাত্রা বিরতি করে যাত্রী উঠা-নামার ব্যবস্থা গ্রহনে জোর দাবি জানান।