• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট

  • Jan 09, 2019

Share With

বড়দিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে তানোর দিব্যস্থলী আদিবাসী একাদশ ফুটবলদল ও গোদাগাড়ী জয়দা আদিবাসী একাদশফুটবলদল ফাইনাল খেলায় অংশ নেয়। ফাইনালে গোল শূন্য হওয়ায় দুই দলই যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। নাচোলের মহানইল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে মহানইল আদিবাসী যুব উন্নয়ন ক্লাব।

আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন ক্লাবের সভাপতি রুপেন মুর্মু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সহসম্পাদক সৈকত জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, নাচোল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুর রশিদ রকেট, রাজশাহী মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, নাচোল ইউনিয়ন পরিষদের মেম্বার মেসবাউল হক,মহিলা মেম্বার সোনাভান বেগম, নাচোল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাত্রনেতা আবদুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে মহানইল আদিবাসী যুব উন্নয়ন ক্লাবে সব ধরনের খেলাধুলার সরঞ্জমাদি ব্যক্তি গতভাবে প্রদানের আশ্বাস দেন এবং নিয়মিতভাবে এ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

খেলায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন দুই দলকে প্রাইজমানি হিসেবে সাড়ে ২২ হাজার টাকা তুলে দেয়া হয়।