• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে হলিআর্টিজান হামলার আসামী-জেএমবি নেতা গ্রেফতার

  • Jan 25, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে হলিআর্টিজান জঙ্গি হামলা মামলার চার্জশীটভূক্ত আসামী-জেএমবির নেতা শরিফুল ইসলাম ওরফে খালিদ ওরফে রাহাত ওরফে নাহিদ ওরফে আবু সুলাইমানকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার বেলা ৩ টার দিকে নাচোল-মল্লিকপুর সড়কের হরিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ইনচার্জ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ।

তিনি জানান, শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল করিম হত্যা মামলারও মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী। তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপন করে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠান হচ্ছে ।

হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে কয়েকদিন থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় তৎপরতা চালিয়ে র‌্যাব। গত ২২ জানুয়ারি ওই জঙ্গিদের ধরতে শিবগঞ্জের শিবনায়ণপুরে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। কিন্তু সেখান থেকে হলি আর্টিজান মামলার কাউকে আটক করা যায়নি। র‌্যাব কর্মকর্তারা দাবি করেছিলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জঙ্গিরা।