চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি মানুষ : নদীর পানি বিপদসীমার নিচে
- Sep 26, 2024
![](https://dailyalokito-chapainawabganj.com/wp-content/uploads/2024/09/chapai_6_20240926_184824591.jpg)
নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও নিম্নাঞ্চল হওয়ায় ডুবে গেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলী ইউনিয়নসহ কয়েকটি এলাকার শত শত বাড়িঘর। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। গবাদি পশু নিয়ে তারা চরম বিপাকে পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে।
এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় দেড় হাজার একর কলাইয়ের ক্ষেতসহ শত শত একর সবজি খেত। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় জেলার মহানন্দা ও পূণর্ভবা নদীতেও বৃদ্ধি পাচ্ছে পানি।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ছাড়াও জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর ও দূর্লভপুর ইউনিয়নের নিম্নাঅঞ্চলেও দেখা দিয়েছে বন্যা। এক সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন তারা। মানুষ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন নিরাপদ জায়গায়। গবাদি পশু নিয়ে তারা পড়েছেন চরম বিপাকে। বন্যায় বিপুল পরিমাণ ফসলি জমি, আমবাগান ও বাড়িঘর পানির নিচে তলিয়ে রয়েছে। বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, বর্তমানে বন্যার পানিতে তলিয়ে গেছে দেড় হাজার একর কলাইয়ের ক্ষেত। নারায়ণপুর ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রয়েছে। ক্লাস বন্ধ থাকা নারায়ণপুর দারুল হোদা আলিম মাদাসার সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে মাদরাসার ক্লাসরুমগুলোয় পানি ঢুকেছে। সেজন্য রোববার থেকে পাঠদান বন্ধ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন বলেন, বন্যা উপদ্রুত এলাকায় দ্রুত সরকারি ত্রাণসহ প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বন্যার্তদের ব্যাপারে স্থানীয় জনপ্রতিধিদের মাধ্যমে প্রতিনিয়ত খোঁজখবর নেওয়া হচ্ছে।