• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

  • Oct 17, 2018

Share With

স্টাফ রিপোর্টার: গ্রিন সিটির স্বপ্নদ্রষ্টা, চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, সিভিল সার্জন সায়ফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মো. হোসাইন, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া স্মরণসভা ও মিলাদ-দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান, এনডিসি, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আফরোজ ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।

বক্তারা প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়নের জন্য বাস্তবায়ন ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের দেয়ালে স্বাধীনতা যুদ্ধের ছবি সম্বলিত ফটো গ্যালারী তৈরী, চাঁপাইনবাবগঞ্জ শহরকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা, বাবু ডাইং এ পর্যটন এলাকা গড়ে তোলাসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্বকালীন অবস্থায় রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে বিভাগীয় টাস্ক ফোর্স কমিটির সভায় অংশগ্রহণ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রয়াত জাহিদুল ইসলাম।