• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে সাবেক এমপি হারুনের ধানের শীষের পক্ষে গণসংযোগ

  • Oct 26, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটতলাহাটের বিভিন্ন মহল্লায় শুক্রবার সকালে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সামনে নির্বাচনে ধানের শীষে ভোট দেবার জন্য প্রচারণা চালিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব সাবেক এমপি মো.হারুনুর রশীদ।

হারুনুর রশীদ বটতলা হাটের বিভিন্ন দোকান, হাটের দোকানসহ এলাকারবাসীর সাথে কুশল বিনিময় করেন। আগামী নির্বাচনে বিএনপির পক্ষে লিফলেটও বিতরণ করেন তিনি। সাবেক এ এমপির সাথে উপস্থিত ছিলেন, বিএনপি সদস্য, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অংগসংগঠণ এর নেতৃবৃন্দ।

সাবেক এমপি হারুন বৃহস্পতিবারও সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিলিম ইউনিয়নে গণসংযোগ ও পথ সভা করেন। নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাবে বিএনপি বলেও জানা গেছে।