• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহ্যবাহী রেশম শিল্প উন্নয়নে রেশমচাষী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত

  • Aug 01, 2018

Share With

ঐতিহ্যবাহী রেশম শিল্প উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট রেশম বোর্ড কার্যালয় প্রাঙ্গণে বুধবার সকাল সাড়ে ১০টায় রেশমচাষী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।

বাংলাদেশ রেশম বোর্ড ভোলাহাট জোনের সদস্য সম্প্রসারণ প্রেষণ এম. মান্নানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, রেশম উন্নয়নের বোর্ডের খন্ডকালীন সদস্য রওশনারা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, রেশম উন্নয়ন বোর্ডের সিবিএ সভাপতি আবু সেলিম, উপপরিচালক রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড আদকুর রহমান

সভায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রেশমচাষীদের উদ্দ্যেশ্যে বলেন, ঐতিহ্যবাহী রেশম শিল্প উন্নয়নে বর্তমান সরকার  সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত সুযোগ কাজে লাগাতে পারলে সরকার হাজার হাজার কোটি টাকা এ খাতে বরাদ্ধ দিবে বলে আশ্বাস দেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিশ্বাস, ইউপি সভাপতি আনোয়ার হোসেন রজব, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সামিউল্লাহ সিফাতসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও উপজেলা রেশমচাষী।