• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সুজনের নতুন কমিটির পরিচিতি-মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Oct 05, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সুজনের নতুন কমিটির পরিচিতি-মতবিনিময় সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখা আয়োজিত নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সুজনের ভোলাহাট উপজেলা শাখার সভাপতি সাদা মনের মানুষ জিয়াউল হক সভাপতিত্ব করেন। ভোলাহাট সেরিকালচারে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ্এ্যাড. সৈয়দ শাহ জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, রেশম বোর্ড চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালায়ের সহকারী পরিচালক কাজী মাসুদ রেজা, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মন্ডল, ভোলাহাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মসফিকুল ইসলাম তারা, আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, ভোলাহাট সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান।

অনুষ্ঠান স ালনায় ছিলেন সুজন সাধারণ সম্পাদক বিএম রুবেল।