• Tuesday, January 28, 2025

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • Jul 08, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খড়কপুর গ্রামে প্রকাশ্যে নিজ বাড়িতে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী।  সোমবার দুপুরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ সময় মেয়ে ও জামাইকে এলোপাথারি কুপিয়ে গুরুত্বর আহত করে দানব স্বামী কোবাদ।

জানা যায়, নিহত নারী আয়েশা (৫০) এর সাথে একই উপজেলার মধ্য খড়কপুর গ্রামের সুলতানের ছেলে কোবাদ (৪০) সাথে বিয়ে হয়। আয়েশা কোবাদের ৩ নম্বর স্ত্রী। আয়েশার পূর্বের স্বামী আব্দুস সাত্তারের বাড়িতে বসবাস করতেন আয়েশা। কোবাদ বিভিন্ন সময় বিভিন্ন স্ত্রীর কাছে যাতায়াত করত। এসব ঘটনার জের ধরেই আয়েশাকে কোপায় কোবাদ।

আয়েশাকে বাঁচাতে মেয়ে ও জামাই এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে কোবাদ। আহতদের দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা বেগতিক দেখে রাজশাহীতে প্রেরণ করেন।

হত্যাকান্ডের পর ঘটনাস্থলে ভোলাহাট থানা পুলিশের পুলিশ পরির্দক (তদন্ত) জাহাঙ্গীর আলম উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট লেখেন। ঘাতক পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানায় ভোলাহাট থানা পুলিশ।