• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর থেকে ৪ হাজার ৯২৫ ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

  • Oct 03, 2019

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর মেলার মোড় থেকে ৪ হাজার ৯২৫ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলামের নেতৃত্বে ৪ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের মারতু বিশ্বাসের ছেলে মো. সিহাব (২৬), আকুন্দবাড়িয়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. সেলিম রেজা (২৬), ও একই এলাকার মো. রইজুদ্দিনের ছেলে  মো. ইব্রাহীম বিশ্বাস (৩৫)।

র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায় ইয়াবা বিক্রির জন্য কয়েক ব্যক্তি অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে বিকেল ৪টার দিকে র‌্যাবের অপারেশন দল মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে।

কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম জানান, র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।