• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ১ জনকে কুপিয়ে হত্যা

  • Jan 11, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ‍উপজেলার রহনপুরে পূর্ব শত্রুতার জের ধরে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

শুক্রবার দুপুরে রহনপুর পৌর এলাকার স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রহনপুর পৌর এলাকার স্টেশন হঠাৎপাড়ার আল আমিনের ছেলে রাজন বিশ্বাস (২২)।

গোমস্তাপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে ওই এলাকায় আশিক স্টেশন হঠাৎপাড়ার রাজন বিশ্বাসকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। গুরুত্বর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় রহনপুর স্টেশন বাজার মুরগী পট্টি এলাকার মাসুদ রানার ছেলে আশিক (২০) কে আটক করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।