• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • Jan 13, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে শ্রমজীবী সমিতির সভাপতি রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় রহনপুরের গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে রহনপুর শ্রমজীবী সমবায় সমিতি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি প্লাবন, উপজেলা শ্রমিকলীগ নেতা ময়েন উদ্দিন, শ্রমজীবী সমিতির সাধারণ সম্পাদক চয়ন ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আশিক এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। নিহত ‘রাজন বিশ্বাস’  শ্রমজীবী সমবায় সমিতির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলো। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই তাকে মরতে হয়েছে। বক্তারা রাজনের হত্যাকারী ‘আশিকের’ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রহনপুর রেলস্টেশন নিমতলায় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আশিক শ্রমজীবী সমিতির সভাপতি রাজনকে কুপিয়ে হত্যা করে।