• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুরে মহিলা লীগের সমন্বয় সভা

  • Oct 01, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মহিলা লীগ ও জেলা যুব মহিলা লীগের আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুরে সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম।

এ-সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা লীগের সভাপতি মাতুয়ারা বেগম, মেহেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, স্থানীয় নারী নেত্রী মঞ্জুয়ারা। সভাটি সঞ্চালনা করেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সান্তনা হক সান্তা। সভায় সামনে নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।