• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের লাল বোর্ডিং এ অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা : খদ্দেরসহ আটক ৬

  • Sep 05, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের  ঢাকা বাস স্ট্যান্ড সংলগ্ন লাল বোর্ডিং এ অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা চলাকালে পুলিশের অভিযানে ৩ নারীসহ ৩ জন খদ্দেরকে আটক করা হয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিশ আলী এ প্রতিবেদককে জানান, কিছুদিন আগে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন লাল বোর্ডিং এ অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা চলছে। এরি প্রেক্ষিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি টিম অভিযান চালায়।

 

অভিযানে কোন ঘরে নারী বা পুরুষের উপস্থিতি চোখে পড়েনি। পুরো হোটেল তল্লাশি চালানোর এক পর্যায়ে হোটেলের একটি রুমের সাথে এট্যাচ বাথরুমে ঢুকলে সন্দেহ হয়। বাথরুমে কোন প্রকার পানি বা অন্য কোন সামগ্রী না থাকায় সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। এক পর্যায়ে বাথরুমের প্যান টান দিলে পুরোটাই খুলে উপরে উঠে যায়।

চারকোনা ছোট প্যানের নীচ দিয়ে রাস্তা। তারপরেই রয়েছে কিছু রুম। সেখানেই চলছিল সবার অগোচরে দেহ ব্যবসা। এ-ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিশ আলী।