• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের ‘শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির’ ত্রি-বার্ষিক নির্বাচনে লাল প্যানেলের জয়

  • Sep 30, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ‘শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির’ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে লাল প্যানেল জয়লাভ করেছে।

নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মনিরুল ইসলাম জানান, সভাপতি পদে আব্দুর রহিম রানা ডাক্তার (৪১৩ ভোট, প্রতিদন্দী ইউসুফ আলী পেয়েছেন ২৩৭ ভোট) ও সাধারণ সম্পাদক পদে তোসিকুল ইসলাম ( ৪২৮ ভোট,প্রতিদন্দী এনামূল হক পেয়েছেন ২১১ ভোট ), সহ-সাধারণ সম্পাদক পদে ফারুক আহম্মেদ ( ৪২৪ ভোট ) ক্রিড়া সম্পাদক পদে সোহেল রানা ( ৪৬৩ ভোট ), দপ্তর সম্পাদক পদে তরিকুল ইসলাম বাবু (৩৭৫ ভোট ), ধর্মীয় সমাজকল্যাণ সম্পাদক পদে আলমগীর হোসেন (৪৪০ ভোট ), কার্য নির্বাহী সমদস্য পদে মসিউর রহমান মাশির (৪৮৬ ভোট ), মো. হাসান ( ৪৭১ ভোট ), পলাশ আলী (৫০৮ ভোট) ও রবিউল ইসলাম (৪৭৪ ভোট) নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সহসভাপতি পদে ওজিউল ইসলাম ইসলাম, সিনিয়র সহসভাপতি পদে শওকত আলী, কোষাধ্যক্ষ পদে বশির উদ্দিন জুয়েল, প্রচার সম্পাদক পদে মহবুল হক নির্বাচিত হন।

নির্বাচনে দুটি প্যানেল থেকে ১৩ টি পদে ২১ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
২৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৭১৬ জন ভোটারের মধ্যে ৬৬৪ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।