• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনাপুর বতকপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • Aug 14, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনাপুর বতকপাড়া এলাকা থেকে দুটি শ্যুটার গান, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি সোনামসজিদ স্থলবন্দর এলাকার এজাবুল হকের ছেলে মো.জান্নাতুল (২১) একই এলাকার শাকিব আলীর ছেলে শহিদুল ইসলাম (২২)

র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র বহনের গোপন খবরের ভিত্তিতে রাতে সোনাপুর বতকপাড়া গ্রামে সড়কের উপর অভিযান চালানো হয়। এসময় একটি মোটরসাইকেলযোগে আসার সময় দুটি শ্যুটার গান দুই রাউন্ড শ্যুটার গানের গুলিসহ জান্নাতুল শহিদুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে। ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে