• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিকারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • Aug 30, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিকারপুর দক্ষিণপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সমাবেশে দাইপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি আজমল হক বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির মন্ডল, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম চৌধুরী ডিউক, প্রধান শিক্ষক মুখলেসুর রহমান, দাইপুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বদরুদ্দোজাসহ অন্যরা।

পরে বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন দেয়ার প্রতিশ্রুতি দেন গোলাম রাব্বানী এমপি।