• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-চককীর্তি গালস একাডেমির ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  • Sep 04, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি গালস একাডেমির ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তিন লাখ টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বাস্তবায়নে উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

এ উপলক্ষে গার্লস একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। সফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কানসাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম, চককীর্তি গালস একাডেমির প্রধান শিক্ষক ফাতেমা বিবি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রুশ লুৎফুল মতিন, সহকারী শিক্ষক আবদুল বারীসহ অন্যরা।