• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

  • Sep 16, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এম.পি গোলাম রাব্বানী।

শনিবার সকালে দাইপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজমল হক বাদশার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অভিভাবক ও সুধী সমাবেশে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, সোনামসজিদ স্থল বন্দরের শ্রমিকলীগের সভপতি সাদেকুর রহমান মাস্টার , সাধারন সম্পাদক সেনাউল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী যূবলীগের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম ডিউক, কানসাট ইউনিয়ন আওয়ামী যূবলীগের সভাপতি রাজিন সালেহ বাবুল সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এম.পি গোলাম রাব্বানী দাইপুখুরিয়া ইউনিয়নে ৩ কিলোমিটার রাস্তা পাঁকা করার ঘোষনা দেন এবং সম্প্রতি এ বিদ্যালয়কে দেয়া শেখ রাসেল স্মৃতি কম্পিউটার ল্যাবটির আরও উন্নয়ন করার ঘোষনা দেন। এ সময় তিনি নৌকায় ভোট চেয়ে বক্তব্য শেষ করেন।