• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Oct 01, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা এলাকায় নওশাদ আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮টার সময় শিবগঞ্জের বাবুপুর মিরাটুলি গ্রামে। নিহত ব্যক্তি মো.নওশাদ আলী (৬৫) একই এলাকার মৃত্য আশরাফ আলী মন্ডলের ছেলে

এলাকাবাসী সূত্রে জানাগেছে, সোমবার সকালে কৃষি কাজের জন্য নিজ বাড়ী হতে ট্রলি বের করছিল নওশাদ তার পরিবারের সদস্যরা। সময় নওশাদের মামাতো ভাই জাহাঙ্গীর আলম,নাসিম মুক্তার বাধা দেয়। নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নওশাদ আলীকে লাঠি দিয়ে মারধর করে জাহাঙ্গীর,নাসিম মুক্তার। এতে গুরুত্বর আহত হন নওশাদ আলী। স্থানীয়রা নওশাদ আলীকে উদ্ধার করে রানিহাটি বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত নওশাদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।