• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের বন্দুকযুদ্ধে একজন নিহত

  • Jul 24, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহাম্মদপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি- নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ডেপুটি কমা-ার এএসপি আবু খায়ের জানান, সোমবার দিবাগত রাত দেড়টায় দিকে শিবগঞ্জ-চৌডালা সড়কের মোহাম্মদপুর-ত্রিমোহনী এলাকায় পৌছলে র‌্যাবের টহল দলকে লক্ষ করে গুলি ছোঁড়ে ডাকাত দলের সদস্যরা। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেন নি তিনি।