• Monday, December 30, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

  • Oct 02, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা এলাকায় নওশাদ আলী নামে ১ ব্যক্তি কে পিটিয়ে হত্যার ঘটনার ১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে নিতের মেয়ে মোসা. নাসরিন খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওসি অপারেশন গোলাম কবির জানান, ঘটনার পর হতে আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। আসামীরা ঘা ঢাকা দেয়ায় দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে অভিযান অব্যহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার সকাল ৮ টার সময় বাবুপুর মিরাটুলি গ্রামের মৃত্য আশরাফ আলী মন্ডলের ছেলে মো. নওশাদ আলীকে পিটিয়ে হত্যা করে নওশাদের মামাতো ভাই জাহাঙ্গীর আলম, নাসিম ও মুক্তারসহ আসামীরা। এমনটাই অভিযোগ করে নিহতের স্বজনরা।