• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ওলামালীগ নেতা আটক

  • Nov 14, 2018

Share With

স্টাফ রিপোর্টার:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাড়িতে নারী নিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে জেলা ওলামীলীগের আহবায়ক মাইনুল ইসলাম ওরফে ইরানী হাজিকে আটক করেছে পুলিশ। সে কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত আবদুল মজিদ বিশ্বাসের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় রানিবাড়ী চাঁদপুর এলাকার এক নারীকে নিয়ে নিজ বাড়িতে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েন মাইনুল ইসলাম ওরফে ইরানী হাজি।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।