• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • Nov 17, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

ধর্ষিতা হল- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের জেনারুল ইসলামের মেয়ে। এ ঘটনার পর ধর্ষক পলাতক রয়েছে।

জানাগেছে, বেশ কয়েকদিন পূর্বে ওই স্কুল ছাত্রীর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় এক যুবকের। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে শিবগঞ্জ পৌর এলাকার খাঁন মার্কেট বন্ধ থাকার সুবাদে শনিবার বিকেলে সেখানে ওই ছাত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক। এতে ধর্ষিতার অনেক রক্তক্ষরণ হয়। তবে ধর্ষকের নাম পরিচয় বলতে পারেনি ওই ছাত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবগঞ্জ থানার এসআই রনি সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।