• Thursday, November 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শিংনগর সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • Nov 22, 2018

Share With

স্টাফ রিপোর্টার:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শিংনগর সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

৫৩ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর বৃহষ্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার, পিএসসি এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৭২ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে শিংনগর সীমান্তের রাঘব বাটি মাঠ নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২ ইউএসএ পিস্তল, ৩ ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির দাবি এক অজ্ঞাত ব্যক্তি সন্দেহজনকভাবে তার হাতে থাকা ব্যাগ নিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকলে তাকে টহল দল চ্যালেঞ্জ করলে তার সাথে থাকা ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারের মধ্যে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ তল্যাশী করে আগ্নেয়াস্ত্র সহ ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭ হাজার ছয়শ টাকা।

এ ঘটনায় আটককৃত ২ টি পিস্তল এবং গোলাবারুদ শিবগঞ্জ থানায় জমা ও মামলা দায়ের করেছে বিজিবি।।