• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শ্যামপুর থেকে ফেন্সিডিল নিয়ে নারীসহ আটক ৩

  • Nov 22, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর এলাকা থেকে ২৭৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল নিয়ে নারীসহ ৩ জনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর গ্রামের মৃত কোয়েস উদ্দিনের ছেলে মো. দবির (৪০), একই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মোসা. জুলেখা বেগম (৪০) ও শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঝাইটনপড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. মোক্তার হোসেন (২২)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ থানার এএসআই রাসেল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বড় হাদিনগর গ্রামে অভিযান চালায় একদল পুলিশ। এ সময় এ্যাপাচি গাড়ি থেকে ২৭৯ বোতল ফেনসিডিলসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।