চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৬ কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি
- Nov 30, 2018
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৬ কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি-৫৩। শুক্রবার দুপুরে মালিকবিহীন অবস্থায় শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর বিওপি সীমান্তের কালুপুর মাঠ এলাকা থেকে গান পাউডারগুলো উদ্ধার করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার পিএসসি শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির ওয়াহেদপুর বিওপির একটি টহল দল সুবেদার মো. আব্দুল খালেক সরকার এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কালুপুর মাঠ এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশরোধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৪-১৫ বছর বয়সের এক অজ্ঞাত কিশোর একটি ব্যাগ নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে।
এসময় সে তার হাতে থাকা ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশী করে ৩ কেজি সাদা গান পাউডার, দেড় কেজি হলুদ গান পাউডার এবং দেড় কেজি কালো গান পাউডার উদ্ধার করা হয়।