চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩টি ওয়ান সুটার পিস্তল উদ্ধার করেছে বিজিবি
- Dec 05, 2018
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩ টি ওয়ান সুটার পিস্তল উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৪/৫-১ এস হতে সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাসুদপুর বিওপি এলাকায় তারাপুর মাঠ (হারুনের বড়ই বাগান) এলাকায় দুইজন অজ্ঞাত ব্যক্তি একটি অস্ত্রের চালান ভারত হতে বাংলাদেশে আনছে এমন তথ্যের ভিত্তিতে রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম ও ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার, পিএসসির নেতৃত্বে মাসুদপুর বিওপির একটি টহল দল অভিযান চালায়।
এ সময় টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা মাঠের একটি জংগলাকীর্ণ স্থানে ৩ টি ওয়ান সুটার পিস্তল ফেলে পালিয়ে গেলে ঐ ৩টি অস্ত্র উদ্ধার করে বিজিবি।উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, পিএসসি।