• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গান পাউডার উদ্ধার করেছে বিজিবি

  • Dec 19, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের তারাপুর মাঠ এলাকা থেকে  ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি ওয়ান সুটার পিস্তল, ১১ রাউন্ড গুলিসহ সাড়ে ৫ কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি।

৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে মাসুদপুর সীমান্ত ফাড়ির একটি দল সীমান্ত থেকে মাত্র ২০ গজ বাংলাদেশের ভেতরে তারাপুর মাঠের বড়ই বাগান এলাকায় অভিযান চালায়। এসময় ৩ জন অজ্ঞাত ব্যক্তি ভারতে থেকে বাংলাদেশে ঢুকলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। বিজিবি’র ধাওয়া তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ব্যাগ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি ওয়ান সুটার পিস্তল, ১১ রাউন্ড গুলি ও সাড়ে ৫ কেজি গান পাউডার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ২২ হাজার দুই শত টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে এবং অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়া হয়েছে।