• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১০৩৮ পিচ ইয়াবাসহ আটক ৩

  • Dec 21, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর বাজার এলাকা থেকে ১ হাজার ৩৮ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৫।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘির আদলপাড়ার কুতুমুদ্দিনের ছেলে পুটু আলী (৪২), একই উপজেলার বালিয়াদিঘি দক্ষিণপাড়ার মৃত বুলুর ছেলে কুরবান আলী (৩৫) ও ভোলাহাট উপজেলার সুরানপুরের মৃত আজাহারের ছেলে মাজিদ শাহ (৩২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল শিবগঞ্জ উপজেলার পিরোজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ ১৯ হাজার টাকার ১ হাজার ৩৮ পিচ ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী মো. মাজিদ শাহ, মো. পুটু ও মো. কোরবানকে হাতেনাতে গ্রেপ্তার করে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।