• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি

  • Dec 23, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মাঠ এলাকা থেকে  ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের মাসুদপুর বিওপি’র একটি টহল দল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সীমান্ত পিলার ৪/৫-১ এস হতে ১’শ ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মাঠ সংলগ্ন ভূট্টা ক্ষেতে অভিযান চালিয়ে আমগাছের গোড়ায় মাটির নীচে লুকায়িত অবস্থায় উক্ত অস্ত্রগুলো উদ্ধার করে।