• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১৮৫০ পিচ ইয়াবা উদ্ধার

  • Dec 25, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১৮৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি ৫৩, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের  ভিত্তিতে  মঙ্গলবার   সকাল   সাড়ে   ৮টার   দিকে চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ   উপজেলার মাসুদপুর   বিওপি সীমান্ত   এলাকার   ৭/৮এস  পিলার  হতে   ১৫০ গজ   বাংলাদেশের  অভ্যান্তরে   লক্ষীপুর  চরএলাকায় অভিযান চালিয়ে  ১৮৫০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ৫ লাখ ৫৫ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।