• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচার ও মিছিল

  • Dec 27, 2018

Share With

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার প্রার্থীর পক্ষে বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শিবগঞ্জ পৌর এলাকায় এক নির্বাচনী প্রচfর মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নৌকার প্রার্থী ডা. শামিল উদ্দিন আহম্মেদ শিমুলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে পৌর মেয়র কারিবুল হক রাজিন, পৌর আওয়ামী লীগ সভাপতি আতিকুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা ওয়ালিদ আহমেদ কমলসহ স্থানীয় আওয়ামীলীগ ও আ.লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রচার মিছিলটি শিবগঞ্জ মহিলা কলেজ মোড় থেকে শুরু হয়ে শিবগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা কলেজ চত্বরে পথসভায় মিলিত হয়।