• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গানপাউডার, দেশীয় অস্ত্রসহ আটক ২

  • Jan 14, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গানপাউডার ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নেল গুপ্তমানিক এলাকার সেরাজুল ইসলামের ছেলে শুভ আলী (২৭) ও চককীর্তি ইউনিয়নের গৌরিশংকরপুরের এন্তাজ আলির ছেলে শহিদুল ইসলাম চিশতী (৪০)।

শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান,  সোমবার সন্ধ্যায় এসআই অনুপ কুমারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ধাইনগর ইউনিয়নের মিরাজুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৬শ’ গ্রাম গানপাউডার ও একটি চাইনিজ কুড়ালসহ শুভ ও শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।