• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

  • Jan 16, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ এলাকায় গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা বিভাগের চৌকস পুলিশ অফিসার এসআই জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে শিবগঞ্জ থানার সোনামসজিদ এর প্রায় এক কি.মি. উত্তরে সালামপুর গ্রামের আমবাগানে অভিযান চালিয়ে ৮০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মহিউদ্দনের ছেলে মাদক ব্যবসায়ী ইসলাম (৪০)।

এ-ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।