• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ নজরুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

  • Jan 26, 2019

Share With

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার তিনি শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিযায় দুস্থ অসহায় জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ উপলক্ষে স্থানীয় স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব মো. এন্তাজ আলী। এ-সময় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নজরুল ইসলাম বলেন, আগে যেভাবে শিবগঞ্জ উপজেলাবাসীর সাথে বিপদে-আপদে সুখে দু:খে তিনি ও তার ভাই কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ছিলেন আগামীতেও একইভাবে পাশে থাকতে চান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাইপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালন, জামবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাব উদ্দিন, শিবগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।