• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া থেকে অস্ত্র উদ্ধার

  • Jan 31, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চকপাড়ার নলডুবুরী এলাকা থেকে ৪টি ওয়ান শুটারগান, একটি পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১০ টার দিকে রহনপুর ৫৯ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রফিকুল ইসলাম ও ইডি আজিমুল হকের নেতৃত্বে  শিবগঞ্জ উপজেলাধীন শাহাবাজাপুর ইউনিয়নের  মেইন পিলার  ১৮২’৪এস হতে ৬০ গজ বাংলাদেশের অভ্যান্তরে চকপাড়া নলডুবুরী এলাকায় অভিযান চালায়। এ সময়  মিশুকের চালক টহলদলের উপস্থিতি টের পেয়ে মিশুক ফেলে আম বাগানের মধ্য দিয়ে রাতের অন্ধকারে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে মিশুকটি তল্লাশী করে মিশুকের সীটের নীচে ভারতীয় একটি শপিং ব্যাগে মোড়ানো রাখা ৪টি ওয়ান শুটারগান, একটি পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড ।  গুলিসহ একটি মিশুক আটক করা হয়।

উদ্ধারকৃত  অস্ত্র, গুলি ও মিশুক শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।   এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।