• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চোরাকারবারীদের সাথে বিজিবির গুলি বিনিময়, অস্ত্র-মাদক উদ্ধার

  • Feb 12, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি সীমান্তে চোরাকারবারীদের সাথে বিজিবি’র গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় ২টি ওয়ান স্যুটারগান, ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৮ রাউন্ডগুলি, ৫০ পিস ইয়াবা ও ৮১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ৫৯ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের সামনে এক প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে, কর্ণেল এস এম সালাহ উদ্দিন জানান,‘ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ৫৯ বিজিবি’র একটি দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তেলকুপি সীমান্তের ৭৬ বিঘা এলাকায় চোরাকারবারীদের ধরতে ফাঁদ পাতে। রাত পৌনে একটার দিকে ভারতের দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে চ্যালেঞ্জ করে বিজিবি’র সদস্যরা। এ সময় কারের ভেতরে থাকা চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে ৩ রাউন্ডগুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পাল্টা ৭ রাউন্ড গুলি চালায় বিজিবি এবং রাতের অন্ধকারে চোরাকারবারীরা ভারতে পালিয়ে যায়। এতে গুলি বর্ষণের ঘটনায় ওই প্রাইভেট কারটিতে আগুন ধরে যায় এবং পুড়ে ভস্মিভুত হয় কারটি। এ সময় ওই কারের ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ভস্মিভুত কারটিকে জব্দ করা হয়।

বিজিবি জানায় এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।