• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

  • Mar 12, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি-৫৩। বিজিবির দাবি, এটিই চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় ইয়াবা চালান আটকের ঘটনা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ নিয়ে এক প্রেস ব্রিফিং করে বিজিবি।

এসময় বিজিবি অধিনায়ক সাজ্জাদ সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপির একটি টহল দল হাবিলদার মো. আবু আব্দুল্লাহ’র নেতৃত্বে সীমান্তে পিলার ১৩/১ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশরশিয়া মাঠে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ভারত থেকে এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি পালিয়ে গেলেও একটি বস্তা ফেলে যায়। ওই বস্তা থেকে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবা’র আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।