• Thursday, May 2, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার

  • Apr 09, 2019

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী খানিয়াদিঘী এলাকায় চোরাচালানীদের সঙ্গে বিজিবির গোলাগুলির পর সেখান থেকে অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে বিজিবি।  সোমবার রাত সোয়া ১টায় গোলাগুলির ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ ‍এপ্রিল) বিকেলে প্রেস ব্রিফিংকালে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল রাত সোয়া ১টায় সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ এলাকার খানিয়াদিঘীতে অভিযান চালায়।
এ সময় সন্দেহজনক একটি মিশুককে চ্যালেঞ্জ করলে সেখানে থাকা চোরাচালানীরা বিজিবি সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে মিশুক ফেলে চোরাচালানীরা ভারতের দিকে পালিয়ে যায়।
পরে, অভিযান চালিয়ে ৩টি স্যুটার গান, ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১৩রাউন্ড গুলি ও ২’শ ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, চোরাকারবারিদের ২/৩ রাউন্ড গুলির জবাবে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি করে।