• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-শাহবাজপুর থেকে ২টি পিস্তলসহ আটক ১

  • May 07, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর মোল্লাটোলা এলাকা থেকে সোমবার রাতে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জে উনিশবিঘি গ্রামের সাদেকুল ইসলাম ছেলে শরিফুল ইসলাম (২৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদে ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর মুন্নাটোলা এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ শরিফুলকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।