• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় মাদক ব্যবসায়ী নিহত

  • Jun 24, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় ফেন্সিডিল ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ফেনসিডিল ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সোনাপুর গ্রামের আজমুল হোসেনের ছেলে সাজেদুল ইসলাম বাবু (২৬)।

শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান জানান, ফেনসিডিল চোরাচালানকে কেন্দ্র করে চোরাকারবারীদের মধ্যে দ্বন্দের জেরে রবিবার দিবাগত রাতের কোন এক সময় সাজেদুল ইসলাম বাবুকে তার প্রতিপক্ষরা সোনাপুর এলাকার একটি আম বাগানে গলা কেটে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি ভিন্ন খাতে নিতে ভোরের দিকে নিহতের ছোট ভাই শামিম ১ বস্তা ফেনসিডিল নিয়ে পালিয়ে যায়। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে পড়ায় লাশ ও পাশে থাকা ২ কাটুন ফেনসিডিল সরাতে ব্যর্থ হয় সে।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ সোমবার সকাল ৮টার দিকে মাদক ব্যবসায়ী বাবুর লাশ উদ্ধার করে। এসময় নিহতের পাশে থাকা ২টি কাটুনে ৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।