• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • Jul 08, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে দুলাল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।  সোমবার (৮ জুলাই) ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুলালের বাড়ি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বেঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান,দুলালের মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে। পতকা বৈঠক শেষে দুপুরে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক জানান,রবিবার রাতে দুলালসহ আরও কয়েকজন কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৮ এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের শবদলপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুলাল ঘটনাস্থলেই মারা যায় এবং লাশ বিএসএফ তাদের হেফাজতে নেয়। তবে কী কারণে তারা ভারতে গিয়েছিল এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, এই সীমান্ত দিয়ে সাধারণত গরু ব্যবসা হয় না। মাদকসহ অন্যান্য জিনিস পাচার হয়। এ ঘটনায় দুপুরে বিজিবি’র সঙ্গে বিএসএফ’র পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।