চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-শ্যামপুর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- Nov 28, 2019
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকা থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রী শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আজিজুল হকের মেয়ে আরিফা খাতুন (১৫)।
নিহত আরিফার বাবা আজিজুল হক জানান, আমার মেয়ে রাতে প্রতিদিনের মতো পড়াশোনা ও খাওয়া দাওয়া শেষে ছোট মেয়েসহ ঘুমাতে যায়, সকালে বাড়িতে ফ্যানে ঝুলন্ত লাশ দেখতে পাই। আরিফা ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার্থী ছিল।