• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকলীগের আনন্দ র‍্যালি

  • Dec 26, 2019

Share With
স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবমবারের মতো আওয়ামীলীগের সভাপতি ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকলীগের উদ্যোগে আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে শুভেচ্ছা র‍্যালিটি শিবগঞ্জ ডাকবাংলো থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলোতে এসে শেষ হয়। র‍্যালি শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, কৃষক লীগের উপজেলা সভাপতি সাখাওয়াত হোসেন তুষার, সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি বেনজির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী।