• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায়দের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ

  • Dec 26, 2019

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে চেক, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এগুলো বিতরণ করেন স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আখতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।