• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • Oct 28, 2024

Share With
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) বিকালে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি তাবিউল ইসলাম তারিফ। আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা  পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল  হায়দারী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোসিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল ফারুক কুইক, সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি ও শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান প্রমূখ।
আলোচনা সভাটি একসময় জনসভায় পরিনত হয়। সন্ধ্যার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলি আহমেদ বাবুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসারের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।