• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শণ

  • Oct 16, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ও সদর উপজেলার সহযোগিতায় মঙ্গলবার দুপুরে জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন।

বর্তমান সরকারের উন্নয়নগুলো জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করণের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় এই সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী তথ্য অফিসার মোকসেদ আলী সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, নামোশংকরবাটী হিলফ উল ফজুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান আলী, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সাংস্কৃতিক কর্মী ফাইজুর রহমান মানিসহ অন্যরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।